নয়া লকডাউন নিয়ে রাজনৈতিক চাপানউতোর


বুধবার,০৮/০৭/২০২০
926

কলকাতা : এবারের লকডাউন আরও কঠোর, আরও কড়া। রাজ্যের সর্বত্রই, তবে বাছাই বাছাই জায়গায়। কনটেইনমেন্ট ও বাফার এলাকায় বন্ধ থাকবে সবকিছুই। দোকান বাজার থেকে অফিস কাছারি, বিনা প্রয়োজনে সাধারণ মানুষও পথে বেরোতে পারবেন না। কলকাতা শহরের এরকম কনটেইনমেন্ট এলাকায় নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। বৃহস্পতিবার থেকেই পুলিশের তরফ থেকে সচেতনতা শুরু করা হয় মাইকিং করে। সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তাকে যেন মান্যতা দেওয়া হয়।

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কটাক্ষ করেছে সিপিএম। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর অসীম বসু – তারা মনে করেন করোনা মোকাবিলায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই জরুরী। অন্যদিকে সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম আরোহী নিউজকে বলেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবেন।

নতুন করে আবার লকডাউনেরর সিদ্ধান্ত রাজ্যবাসীর একাংশেন মধ্যে আতঙ্কের আবহ তৈরি করেছে। সঞ্চার হয়েছে কৌতুহলেরও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট