ডুলুং নদীর উপর থাকা সেতুর উপর দিয়ে বইছে জল সমস্যায় চিল্কিগড়ের বাসিন্দারা


বুধবার,০৮/০৭/২০২০
544

ঝাড়গ্রাম :- একটানা বৃষ্টির ফলে ডুলুং নদীতে জল বাড়ছে যার ফলে নদীর কজওয়ের উপর দিয়ে জল বইছে। জাম্বনী ব্লকের চিল্কীগড় সেতুর উপরে জল বেড়ে যাওয়ায় বুধবার থেকে জেলা শহরের সাথে গিধনীর যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই এলাকার মানুষজন ও পণ্যবাহী লরি গুলি জলের তীব্র গতি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে।

সব মিলিয়ে চিল্কিগড়ে কবে সেতু তৈরি হবে তা কেউ জানে না। এদিকে নদীর জল সেতুতে উঠে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা গিধনি এবং জেলা সদর ঝাড়গ্রামে আসতে অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। অসুস্থ মানুষ জনকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতেও অসুবিধা হয় গ্রামবাসীদের, সব মিলিয়ে এক নিদারুন কষ্টে রয়েছেন জামবনি ব্লকের হাজারো মানুষজন।

চিল্কিগড়ে ডুলুং নদীর উপর সেতুর দাবি দীর্ঘদিনের।জেলার এই জামবনি ব্লকের চিল্কিগড়ে গত কয়েক দশক ধরে সেতু দাবি রয়েছে। গত বছর জামবনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিল্কিগড়ে নদীর দু পাশে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মাটি পরীক্ষা কাজ সম্পন্ন হওয়ার পর জামবনি ব্লকের মানুষদের মনে আশা তৈরি হয়েছিল এবার হয়তো সত্যিই সেতু তৈরি হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট