ঝাড়গ্রাম:- আদিবাসী কুড়মি সমাজের মূলমন্ত্র অজিত প্রসাদ মাহাত-এর উপর হামলাকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল । সোমবার ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে আদিবাসী কুড়মি সমাজ ঝাড়গ্রাম জেলা এর পক্ষ থেকে অজিত প্রাসাদ মাহাতোর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মিছিল করা হয়। এদিনের মিছিলে ও কয়েক হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষ সামিল হন ।আদিবাসী কুড়মি সমাজের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর উপর ৩ রা জুলাই পুরুলিয়াতে দুষ্কৃতীরা হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ও তাকে নিরাপত্তা দেওয়ার দাবিতে সোমবার ঝাড়গ্রাম শহরে মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী কুড়মী সমাজের ঝাড়গ্রাম জেলা কমিটি।সোমবার এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথারমোড় এলাকায়।
আদিবাসী কুড়মি সমাজের মূলমন্ত্র অজিত প্রসাদ মাহাতর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ঝাড়গ্রামে বিক্ষোভ মিছিল আদিবাসী কুড়মি সমাজের
সোমবার,০৬/০৭/২০২০
802