মেডিক্যাল কলেজ হাসপাতালে হচ্ছে প্লাজমা ব্যাঙ্ক


সোমবার,০৬/০৭/২০২০
595

কলকাতা : কোভিড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংক্রামক রোগ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা, কোভিড মোকাবিলায় অসাধারণ ভূমিকা নেওয়া বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রমক রোগ গবেষণা ও চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ৬ টি নয়া পদ সৃষ্টি করা হচ্ছে এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে হচ্ছে রাজ্যের প্লাজমা ব্যাঙ্ক। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের তৈরি করা সেলফ স্ক্যান অ্যাপও লঞ্চ করেন। তিনি বলেন, কোন দেশের অ্যাপ ব্যবহার করবেন তা নিয়ে তর্ক বিতর্কে না গিয়ে বাংলায় তৈরি সেলফ স্ক্যান অ্যাপ ব্যবহার করুন। এই অ্যাপে সমস্ত নথি স্ক্যান করা যায় নিমেষে আবার নিরাপত্তাও বিঘ্নিত হয় না, দাবি করেন মুখ্যমন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট