ফের রাজনৈতিক গোলমাল কেশপুরের আনন্দপুর থানা এলাকায়,বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর


রবিবার,০৫/০৭/২০২০
735

পশ্চিম মেদিনীপুর:- ফের রাজনৈতিক গোলমাল কেশপুরের আনন্দপুর থানা এলাকায়। আনন্দপুর থানার ১ নম্বর অঞ্চলের তুষখালী গ্রামে গতকাল রাতে হামলার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি গ্রামের দুই-তিনটি বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, মূলত এলাকার মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে এলাকা নিজেদের দখলে রাখার চেষ্টায় এই তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও বিজেপির এই অভিযোগকে অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এটা বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা বলে পাল্টা দাবি তৃণমূলের, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি তৃণমূলের।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট