পশ্চিম মেদিনীপুর জেলার পরিযায়ী শ্রমিকদের তথ্যভাণ্ডার তৈরি করে নবান্নে পাঠাল প্রশাসন


রবিবার,০৫/০৭/২০২০
558

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের পরিযায়ী শ্রমিকদের তথ্যভাণ্ডার তৈরি করে নবান্নে পাঠাল জেলা প্রশাসন। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকরা কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তা জানতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ৫৪ হাজার পরিযায়ী শ্রমিকের পেশাগত তথ্য সংগ্রহ করা হয়েছে। ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার সময় জেলা প্রশাসনের উদ্যোগে তাঁদের কাছ থেকে পেশাগত তথ্য সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ৫০শতাংশ শ্রমিকই গয়না তৈরির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। সোনা, হীরে, তামার অলঙ্কার তৈরির সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন। ২০শতাংশ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে দিনমজুরের কাজ করতেন। বাকি ৩০শতাংশের মধ্যে ভিনরাজ্যে হোটেলের বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন ছ’শতাংশ। জরি শিল্পে চার শতাংশ, টেলারিংয়ের কাজ করতেন চার শতাংশ। এছাড়া ভিনরাজ্যে বিভিন্ন কারখানায় তিন শতাংশ পরিযায়ী শ্রমিক দক্ষ কর্মী হিসেবে কাজ করতেন। আর তিন শতাংশ শ্রমিক এমব্রয়ডারির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্লাস্টিকের সামগ্রী, স্টিলের আসবাবপত্র, বৈদ্যুতিন সামগ্রী তৈরি সহ নানা ধরনের কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ১০শতাংশ পরিযায়ী শ্রমিক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট