কেশিয়াড়ী ব্লকে দলবদলের পালা আবারো বিজেপি থেকে কুড়িটি পরিবার তৃণমূলে যোগদান


শনিবার,০৪/০৭/২০২০
800

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকে দলবদলের পালা লেগেই রয়েছে। সেই দলবদলে উঠে এল আম্ফানে দুর্দশার চিত্র। কেশিয়াড়ী ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতের কুলবনী ৬৭ নং বুথের বিজেপির সভাপতি শিবশঙ্কর জানা ও পঞ্চায়েত সমিতির বিজেপির পদপ্রার্থী মিঠু ঘোষের বুথের প্রায় ২০ টি পরিবার যোগদান করে তৃণমূলে। কেশিয়াড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের দাবী,শুক্রবার রাতে বিধায়কের কার্যালয়ে এসে বুথ সভাপতি , পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী সহ সেই বুথের বিজেপি থেকে ২০ টি পরিবার তৃণমূলে যোগদান করেছেন। এদিন রাতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পরেশ মুর্ম্মূ ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ।

বিজ্ঞাপন

নবাগতদের দাবী, এলাকার বিধায়ক পরেশ মুর্ম্মূ আম্ফান প্রাক্কালে ত্রিপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। কিন্তু বিজেপির তরফে আম্ফানে ক্ষতিগ্রস্তদের একটি ত্রিপলও কেউ সাহায্য পায়নি বলে অভিযোগ।ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে আড়াই বছরেও এলাকায় কোন উন্নয়নমূলক কাজকর্ম হয় নি।বিজেপি থেকে তৃণমূলে যোগদান কারীদের বক্তব্য বিজেপিতে থেকে এলাকার উন্নয়ন করবো এলাকার সাধারণ মানুষের কাছে পৌছে যাবো এই আশা নিয়ে বিজেপি দলটা করেছিলাম। এরজন্য বিজেপির নেতৃত্বদের অপদার্থতা ও ব্যর্থতার কথা তুলে ধরে কাঠগড়ায় তুলেছেন তারা। তাই তারা তৃণমূল সরকারের উন্নয়ন কর্মকান্ড সামিল হতে ও মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নীতি আদর্শ ও উন্নয়নের দায়বদ্ধতায় তৃণমূল কংগ্রেসে যোগদান। উপস্থিত ছিলেন কেশিয়াড়ীর বিধায়ক পরেশ মুর্ম্মূ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ,ব্লকের তৃণমূল নেতৃত্ব সংকেত পালোই,বাঘাস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গয়াপ্রসাদ পালোই সহ অনেকেই ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট