কলকাতা : চীনা মোবাইল পুড়িয়ে চীনের বিরুদ্ধে সোচ্চার হল বড়বাজার একতা মঞ্চের সদস্যরা। ভারতীয় সেনার ওপর চিনের আক্রমনের প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছিল ওই সংগঠনটি। চিনা দ্রব্য বর্জনের ডাক দেন তারা। চিনের এই আক্রমনের প্রতিবাদে ভারত সরকার কঠোর ভূমিকা পালন করুক এই দাবি জানান আন্দোলনকারীরা।
https://youtu.be/dGPQYH5czgc