কলকাতা : বিধান চন্দ্র রায়ের নখের যোজ্ঞও হতে পারবো না। তবে দেখানো পথে এগোতে চায়। মন্তব্য ফিরহাদ হাকিমের। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে শ্রদ্ধা জানালেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ বিশিষ্টজনেরা। কেওড়াতলা মহাশ্মশানে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিরহাদ হাকিম বলেন, যে চেয়ার নেতাজী সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়ের মতন মানুষ অলঙ্কৃত করেছেন সেই চেয়ারে বসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তাঁদের নোখের যোগ্যও হতে পারবো না। তবে যেন তাঁদের দেখানো পথে আমি চলতে পারি। তাহলেই জীবন স্বার্থক হবে।
নোখের যোজ্ঞ নয়, দেখানো পথে চলতে চায়: ফিরহাদ
বুধবার,০১/০৭/২০২০
952