কোন পরিকল্পনা মাফিক ছাড়া চিনা অ্যাপ টিকটিক বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য বহু মানুষ টিকটকের মাধ্যমে উপার্জন করতেন। সেই সব মানুষের জন্য বিকল্প ব্যবস্থা করা হয় নি। বুধবার রাজ্য সাংসদ নুসরাত জাহান সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন , ডিমনিটাইজেশন মতন কেন্দ্রীয় সরকার চিনা অ্যাপস বন্ধ করেছে। কেন্দ্রীয় সরকার উচিত এই ধরনের অ্যাপ চালু তৈরি করা।
“রাজ্য বহু মানুষ টিকটকের মাধ্যমে উপার্জন করতেন, আজ তাদের কি হবে ? ” – নুসরাত জাহান
বুধবার,০১/০৭/২০২০
876