পশ্চিম মেদিনীপুর:– দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেলো দশগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের “আউটডোর” পরিষেবা। আজ ‘ডক্টরস ডে’ (১ জুলাই) তে দশগ্রাম বাসীকে এই উপহার দেওয়া হল জেলা প্রশাসন ও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে।দশগ্রামে আউটডোর পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মানস ভুঁইয়া সহ অন্যান্যরা । আপাতত ২ জন ডাক্তার এই স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। পরবর্তীকালে, চিকিৎসকের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলেও জানা গিয়েছে। এতোদিন পর এক্কেবারে নিজের গ্রামে নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র পেয়ে স্বভাবতই খুশির হাওয়া গ্রামবাসীদের মনে। আজকের এই অনুষ্ঠানের পুরোভাগে উপস্থিত ছিলেন, সবং এর “ঘরের ছেলে” তথা রাজ্যসভার সাংসদ ডাঃ মানস ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি সহ সবং এর বিডিও এবং ডেপুটি সি.এম.ও.এইচ।
ডক্টরস ডে’ তে সবংয়ের দশগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের “আউটডোর পরিষেবা”র উদ্বোধন
বুধবার,০১/০৭/২০২০
465