ঝাড়গ্রামের জিতুশোলে গেট ভেঙে একটি রাইস মিলে ঢুকে কয়েক বস্তা ধান খেল দাঁতাল,এলাকায় আতঙ্ক


সোমবার,২৯/০৬/২০২০
622

ঝাড়গ্রাম:- খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে ৫ নম্বর রাজ্য সড়কে এসে পড়ে এক দাঁতাল হাতি । ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের জিতুসোল এলাকায়।

জঙ্গল থেকে বেরিয়ে হাতিটি রাস্তায় চলে এলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে কিছু সময়ের জন্য। স্থানীয় গ্রামবাসীরা তাড়িয়ে জঙ্গলে পাঠানোর চেষ্টা করলেও হাতিটি গড়শালবনি অঞ্চলের জিতুসোলে থাকা কনক-দুর্গা রাইস মিলের গেট ভেঙে রাইস মিলে ঢুকে পড়ে প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিযে প্রায় ১০ বস্তা ধান খেয়ে হাতিটি রাজ্য সড়ক দিয়ে জঙ্গলের দিকে যায়।ওই ঘটনার ফলে আতংকে রয়েছেন ওই রাইস মিলের কর্মীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট