দুঃস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি


সোমবার,২৯/০৬/২০২০
598

পশ্চিম মেদিনীপুর:- নিজ উদ্যোগে দুঃস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি। কেশিয়াড়ী ব্লকের কিয়ারচাঁদ মিশনারি জ অফ চ্যারিটেবলের শান্তি শিশু ভবনের ২০জন শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০জন শিশুর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। কর্মাধ্যক্ষ নিজে হাতে তাদের হর্লিক্স, বিস্কুট, ডিম, চাল সহ খাদ্য সামগ্রী তুলে দেন।

করোনা মোকাবিলায় শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে হাত ধোয়ার সাবানও। স্বাস্থ্য সচেতনতা বিষয়ে করোনা পরিস্থিতিতে কী করণীয়, শিশুদের সে বিষয়ে সতর্ক করেন শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি। মাতৃ পিতৃহীন খুদেরা হাতে খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি। মিশনারি শিশু ভবনে অনাথ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই সংকটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান কর্মাধ্যক্ষ।তিনি আরও বলেন বাচ্চারা খুবই ছোট।তাদের রেশন কার্ড নেই।তাই তারা সরকারের দেওয়া রেশন দ্রব্য পাচ্ছে না। সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ।শিশু ভবনের সিস্টাররা এই সমস্ত বাচ্চাদের দেখভাল করে, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে নানা রকম খেলনা। সেখানে বাচ্চারা খুব সযত্নেই রেখেছে। শিক্ষা কর্মাধ্যক্ষের এদিনের এই উদ্যোগের সঙ্গি হিসেবে ছিলেন কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না সাউ।এদিনের এই উদ্যোগ খুশি মিশনের সিস্টার লুজি সহ সমস্ত সিস্টার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট