দলীয় কর্মীর খুনিদের গ্রেফতারের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ


শনিবার,২০/০৬/২০২০
581

পশ্চিম মেদিনীপুর :-পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমী গ্রামে বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয় বলে অভিযোগ। যার ফলে ৬ জন বিজেপি কর্মী আহত হয় ।তাদের মধ্যে দুজন বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তার মধ্যে পবন জানা নামে এক জনকে কলকাতার বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে বিজেপি কর্মী পবন জানা মারা যায় তার মৃত্যু সংবাদ জেলা এসে পড়ারপর বিজেপি দলের পক্ষ থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপি দলের পক্ষ থেকে।

ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়৬০নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়।৬০নম্বর জাতীয় সড়কের উপর বিজেপি কর্মীরা বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি পবন জানার খুনিদের গ্রেফতার করতে হবে তা না হলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়। দীর্ঘ সময় পথ অবরোধের ফলে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে যায় বহু গাড়ি যারফলে থমকেযায় যান চলাচল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট