“আমরা চাই রাজনৈতিক হিংসা, খুন বন্ধ হোক”- দিলীপ ঘোষ


শনিবার,২০/০৬/২০২০
807

আমার জানার মধ্যে এনিয়ে ১০৩ জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছে রাজনৈতিক হিংসায়। এই সরকার যতদিন থাকবে রাজনৈতিক হিংসা চলবে। দেশ জুড়ে যখন করোনার মতো মহামারী গ্রাস করেছে, ঝড়ের ফলে মানুষ এমনিতেই ভয়ভীতিতে আছে, চারিদিকে চুরি ডাকাতিও বন্ধ হয়ে গেছে। তারপরেও একটা গ্রামের মধ্যে রাজনৈতিক হিংসা চলছে। একটা ছেলে প্রধান মন্ত্রীর চিঠি দিতে লোকের বাড়িতে যাচ্ছে, তার উপর এভাবে তলোয়ার নিয়ে আক্রমণ করা হয়েছে বাইরে থেকে লোক এনে। আমরা চাই রাজনৈতিক হিংসা, খুন বন্ধ হোক। এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি। আজ মেদিনীপুরে দাঁতনের বিজেপি কর্মীর মরদেহে মাল্যদানের পর এইরকমই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন মেদিনীপুর থেকে মরদেহ নিয়ে দাঁতনের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ, জ্যোতির্ময় মাহাত সহ অন্যান্য বিজেপি কর্মীরা। তৃণমূলের গ্রাম্য বিবাদের সাফাইকে নস্যাৎ করে দিলীপ বাবু বলেন, তৃণমূল পার্টির ভেতরে বিবাদ আছে পরস্পরের মধ্যে। কিন্তু গ্রাম্য বিবাদ বলে রাজনৈতিক হত্যাকে চাপা দেওয়ার চেষ্টা করলে এর পরিণাম ভয়ঙ্কর হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট