ঝাড়গ্রাম:- রাজ্য সরকার ও তৃণমূলের কড়া সমালোচনা করে ভারতী ঘোষের অভিযোগ করেন, জেলায় আদিবাসীদের হাতে জাতিগত শংসাপত্র নেই। তাই তাঁরা ‘জয় জোহার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। রাজ্য সরকার আদিবাসীদের জাতিগত শংসাপত্র দিচ্ছে না। অথচ লোক দেখানো প্রকল্পটা রেখে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এবছরের গোড়ায় ‘জয় জোহার’ প্রকল্পটি চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তারপর রাজ্যজুড়ে প্রকল্পে আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর বয়স্কদের অন্তর্ভুক্তির কাজ শুরু হয়। ওই প্রকল্পে উপভোক্তারা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এক হাজার টাকা পাবেন। কিন্তু ঝাড়গ্রাম জেলায় ওই প্রকল্পটি ঠাণ্ডা ঘরে রয়েছে বলে অভিযোগ করেন ভারতী ঘোষে।ঝাড়গ্রামে এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সহ সভাপতি ভারতী ঘোষ। এদিন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম ও জেলা বিজেপি-র সভাপতি সুখময় শতপথীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ওই প্রাক্তন আইপিএস। ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও।