বারাসাত: বাসের মতো গণ পরিবহনের সাথে যুক্ত চালক,খালাসী, কন্ডাক্টর দের হাতে মাস্ক,গ্লাভস, হ্যান্ড সানিটাইজার,থার্মাল গান তুলে দিল জেলা পরিবহন দফতরের জেলা আঞ্চলিক দফতর।আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এ অবস্থিত তিতুমীর বাস টার্মিনাসে এক স্বল্প দৈঘ্যের অনুষ্ঠানের মাধ্যমে এই গুলি তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন পরিবহন দফতরের আঞ্চলিক অধিকর্তা অনন্ত চন্দ্র সরকার ও বোর্ড মেম্বার গোপাল শেঠ।
সংবাদ মাধ্যমের কাছে তারা জানান জেলার পাঁচটি সাব ডিভিশনে প্রায় 2400 বাস পরিষেবার সাথে যুক্ত কর্মীকে এই সব দ্রব্য সরবরাহ করা হয়েছে।পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে 57 টি রুটে যাত্রী গমনাগমন চালু রয়েছে বলে জানান বোর্ড সদস্য গোপাল শেঠ।