হাওড়ার আমতা জয়পুরের বিবিধর গ্ৰামীন হাসপাতালের প্রসূতি বিভাগের আঠারোটি বেড শীততাপ নিয়ন্ত্রিত


শনিবার,১৩/০৬/২০২০
617

নিজস্ব সংবাদদাতা,হাওড়া: চলছে করোনা ভাইরাসের  সংক্রমণ ।চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর  যুদ্ধ । এর পাশাপাশি আমফান ঝড়ের সাক্ষী এখনও বর্তমান  হাওড়া জেলায়। তার মধ্যেই চলছে উন্নয়ন । যার প্রকৃষ্ট উদাহরণ হাওড়ার আমতা জয়পুরের বিবিধর গ্ৰামীন হাসপাতাল।  এখানেই প্রসূতি বিভাগ হল শীততাপ নিয়ন্ত্রিত ।গত ১২ জুন যার উদ্বোধন  করলেন বিবিধর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা আমতা-২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।  যেটা  হবার পর প্রচন্ড খুশি প্রসূতি বিভাগের সমস্ত রোগীরা।

এ সম্পর্কে সুকান্ত পাল জানান ,১৯৮৬ সালে এই হাসপাতাল তৈরি হলেও  রোগীরা  সেরকম পরিষেবা পাননি।২০১১ সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে উন্নতির ছোঁয়া লেগেছে। সাধারণত প্রচন্ড গরমে  রোগী  ও তাঁর সদ্যজাত  সন্তানের প্রচন্ড অসুবিধা হয়। তার জন্যই এই হাসপাতালের প্রসূতি বিভাগের  আঠারোটি  বেড শীততাপ নিয়ন্ত্রিত আওতায় পরল। আগামী দিনে এই হাসপাতালের প্রতিটি  বেড কেউ শীততাপনিয়ন্ত্রিত করার পরিকল্পনা আছে বলে সুকান্ত বাবু জানান।তিনি আরও জানান , এখানে সামাজিক দূরত্ব  বজায় রেখে চিকিৎসা পরিষেবা  প্রদান  করা হচ্ছে । রোগী ও তার পরিজনের জন্য প্রতিক্ষালয় আছে। পাশাপাশি  বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী দিনে আরও প্রতিক্ষালয় বাড়ানো হবে বলে তিনি জানান ।এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এই হাসপাতালের সুপার  সুকান্ত বিশ্বাস ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট