করোনা পরীক্ষায় গতি আনতে সংযোজিত হতে চলেছে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতাল


শনিবার,১৩/০৬/২০২০
891

করোনা পরীক্ষায় গতি আনতে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রথম থেকেই তৎপর। কোভিড ১৯ টেস্ট যাতে আরো বাড়ানো যায় তার জন্য আরো পরীক্ষা কেন্দ্র বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল। এই তালিকায় নতুন নাম সংযোজিত হতে চলেছে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতাল। ইতিমধ্যেই মিলেছে আই সি এম আর এর অনুমোদন। এবার থেকে কোভিড ১৯ টেস্ট কল্যাণীতে। নদিয়ার কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জে এন এম হাসপাতাল এ চালু হচ্ছে কোভিড ১৯ টেস্ট ল্যাব। আই সি এম আর এর সহ সমস্ত সরকারি অনুমোদন পেয়েছে এই ল্যাব তৈরির জন্য। ল্যাবের সমস্ত কাজ প্রায় সম্পন্ন। শুধুমাত্র চালুর অপেক্ষায় এই ল্যাব।

হাসপাতালের দাবি, শুরুতে প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ জনের লালারসের পরীক্ষা হবে এই ল্যাবে। পরে নমুনা অনুযায়ী টেস্ট বাড়ানো হবে।
এখনও পর্যন্ত নদিয়া জেলার কোভিড ১৯ টেস্ট এর জন্য কলকাতা ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নমুনা পাঠানো হয়।
কল্যানিতে এই ল্যাব চালু হলে জেলার কোভিড ১৯ টেস্ট জেলাতেই হবে। নিয়ম মেনে ২৪ ঘন্টার মধ্যেই টেস্ট রিপোর্ট পাওয়া যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট