করোনা মোকাবিলায় মমতার সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন সোমেন


শনিবার,১৩/০৬/২০২০
716

করোনা নিয়ে এরাজ্যে যত কথা বলা হচ্ছে সেই পরিকাঠামো রাজ্য সরকার তৈরি করতে পারেনি। অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার সোমেনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন রাজ্যে অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে তা কোনো ভূমিকা পালন করতে পারল না। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যে একেবারেই নেই তা এই করোনা পরিস্থিতিতে প্রমাণ হয়ে গেল। মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে কাজের কোন বাস্তবতা নেই বলে অভিযোগ তুললেন তিনি।

করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমে পড়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। রাজ্য সরকার এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোয় চূড়ান্ত ব্যর্থ বলেই সুপ্রিমকোর্টকে বিশেষ নির্দেশ দিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট