বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ কোয়ারেন্টাইন সেন্টারে পরিদর্শন


শুক্রবার,১২/০৬/২০২০
776

পশ্চিম মেদিনীপুর:- বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ খেমাশুলি গ্রামে একটি কোয়ারেন্টাইন সেন্টারে পরিদর্শনে আসেন। এখানে এসে তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের সমস্যার কথা জানতে চান। তাদের কিছু খাদ্যদ্রব্য তুলে দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য সরকার বিভিন্ন কোয়ারান্টাইন কেন্দ্রে থাকা পরিযায়ী শ্রমিকদের ঠিকভাবে পরিচর্যা করছেন না, তাদের দেওয়া খাদ্যদ্রব্য নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তাই তিনি নিজেই পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করতে এখানে আসেন।

উল্লেখ্য, স্থানীয় খেমাশুলি গ্রাম পঞ্চায়েতটি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়। স্থানীয় অর্জুনপল্লী উন্নয়নী জ্ঞানমন্দির প্রাঙ্গণে এই কোয়ারান্টাইন কেন্দ্রটি বানানো হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, সারা রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ লোপাট করা হচ্ছে।সঠিক তথ্য জানানো হচ্ছে না। লুকিয়ে রাখা মৃতদেহগুলি পচে গলে যাচ্ছে .।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট