রজৌরি সেক্টরে পাক গুলিতে শহীদ হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। পাশাপাশি এক ভারতীয় নাগরিকের কাঁধে গুলি লেগেছে। গুরুতর জখম ওই ব্যাক্তির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।সবমিলিয়ে বৃহস্পতিবার ভোররাত থেকেই উত্তপ্ত কাশ্মীর ভ্যালি। সূত্রের খবর বুধবার গভীর রাতে সীমান্তরেখা বরাবর আচমকাই গোলা বর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হন ওই সেনা জওয়ান। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
রাজৌরিতে শহীদ ভারতীয় সেনা
বৃহস্পতিবার,১১/০৬/২০২০
1488