পুলিশ স্টেশনে সানিটাইস কর্মসূচি


বুধবার,১০/০৬/২০২০
433

করোনা যুদ্ধে পুলিশ প্রশাসনের অসামান্য অবদানের জন্য তাদের কুর্নিশ জানাতে বিভিন্ন পুলিশ স্টেশনে সানিটাইস কর্মসূচি গ্রহণ করেছে তারাপীঠ তপোবন। তপোবনের প্রতিষ্ঠাতা গুরুজি শ্রী বিনয় মহারাজ ও তপবন এর সকল সদস্যবৃন্দ উদোগে শুরু হল আধুনিক পদ্ধতিতে থানা সানিটাইস কর্মসূচি। এদিন সানিটাইস করা হয় জগদ্দল থানা, আতপুর সাব ট্রাফিক গার্ড অফিস, বরানগর থানা।

সূচনা পর্বে উপস্থিত ছিলেন আই সি জগদ্দল অরিন্দম মুখোপাধ্যায়, ওসি আতপুর ট্রাফিক বিক্রমজিৎ ঘোষ, বরানগর থানা এস আই সঞ্জীব সেন, তপবনের সদস্য নবীন চ্যাটার্জি ও সঞ্জীব সিং সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট