কলকাতার ধর্মতলায় লেনিন মূর্তির সামনে বর্ন বিদ্বেষী আমেরিকার ট্রাম্প !


মঙ্গলবার,০৯/০৬/২০২০
653

সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও অনান্য গনসংগঠন শান্তি পূর্ন ভাবে এবং লক ডাউনের স্বাস্থ্য বিধি মেনে প্রতিবাদ কর্মসূচি পালন করল। এই কর্মসূচিতে যোগ দিয়ে বাম শ্রমিক নেতারা বলেন, সারা দেশ ও বিশ্বজুড়ে এই নির্মম বর্নবিদ্বেষের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সোচ্চার । ট্রাম্প প্রশাসনকে ধিক্কার জানাচ্ছে গোটা বিশ্ব ।

আমাদের দেশের কেন্দ্র ও রাজ্যে সরকারে থাকা ক্ষমতাসীন দলের দৃষ্টিভঙ্গি ট্রাম্প এর একই রাজনৈতিক মতে পরিচালিত। আর সে কারনে এই সব নৃশংসতার বিরুদ্ধে তারা নীরব থাকে ।
আর রাজ্যে র মমতা ব্যানার্জির পুলিশ প্রতিবাদরত সমাবেশ থেকে সি আই টি ইউর সাধারণ সম্পাদক অনাদি শাহূ সহ ২৬ জন নেতৃকে বিনা কারনে গ্রেফতার করে বলে অভিযোগ।

সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি বলেন, আমরা সি আই টি ইউ রাজ্য কমিটি মমতা সরকারের এই অমানবিক ও অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা করছি
এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট