মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে শাসক দল,পাশাপাশি বিরোধী দলকে কাটক্ষ করলেন খড়্গপুর গ্রামীণ বিধাযক দিনেন রায়


রবিবার,০৭/০৬/২০২০
576

পশ্চিম মেদীনিপুর: মেদীনিপুর শহরে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক দীনেন রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আম্ফান ঝড়,এবং বাংলায় ফিরে আসা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে, তিনি আর্থিক দিক ছাড়াও অন্যান্য ভাবে সাহায্য করেছেন।বাস্তব কে মেনে নিয়ে যদি তারা এগিয়ে আসত,তাহলে ভালো হতো, তা না করে বিরোধী দল মানুষের কাছে থেকে বঞ্চিত হচ্ছেন।সংবাদ মাধ্যমে কাছে বসে শুধু কাজ করে গেছেন।

বিজেপি অধ‍্যাশিত রাজ‍্যের তুলনায় বাংলাই মৃত্যুর সংখ্যা গড় অনেক টাই কম।যারা আজকাল গুজরাটের উন্নয়ন নিয়ে সমোলচনা করেন, সেখানে গুজরাট সিভিল হাসপাতালের অবস্থা অনেক টাই খারাপ।একই সাথে খড়্গপুর গ্রামীণ তূনমূলের বিধায়ক বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দূর দূরান্ত থেকে আমার বিধান সভা এলাকার যে সমস্ত পরিযায়ী শ্রমিক এসেছে তাদেরকে কোযান্টানে রাখা হয়েছে।খাদ্য ও স্বাস্থ্য দিকেও লক্ষ্য রাখা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট