করোনা আবহেই ঝাড়গ্রামে দলবদল, বিজেপি ছেড়ে তৃণমূলে তিন নেতা


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
683

ঝাড়গ্রাম :- করোনা আবহের মধ্যেই দলবদল হলো ঝাড়গ্রামে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির তিন নেতা। বৃহস্পতিবার ঝাড়গ্রামের রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিনপুর -২ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য শম্ভু দুলে, সলিল কর্মকার এবং ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য খোকন সরকার। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রামে জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী বিরবাহা সরেন টুডু।

বিরবাহা সরেন টুডু বলেন, ” বিজেপির প্রতি বিশ্রদ্ধ হয়ে এবং মমতা ব্যানার্জীর উন্নয়নে আস্থা রেখে এদিন তিনজন বিজেপির কার্যকর্তা তৃণমূলে যোগ দেন। এদিন তিন জন যোগ দিলেও গণপরিবহন ব্যাবস্থা বন্ধ থাকায় প্রায় পাঁচ ছয়শো জন আরো যোগদান করতে পারেন নি। পরবর্তী সময়ে এদের দলে যোগদান করানো হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট