করোনা সচেতনতা ও রক্তদান শিবির


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
821

করোনা আবহের মধ্যেই বুধবার হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের 21 নং ওয়ার্ডে থ্যালাসেমিয়া এবং দুঃস্থ রোগীদের সাহায্যথে’ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সেইসঙ্গে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিধায়ক ইদ্রিশ আলি। তিনি বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রকৃত লড়াই করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট ।তাঁর অনুপ্রেরনায় যে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা করোনা রোগীদের সেবা করে চলেছেন তাদের অভিনন্দন।সরকারি নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন 16 জন রক্তদাতা রক্তদান করেন ।

বিজেপির সমালোচনা করে এদিন ইদ্রিস আলী বলেন, ওরা মানুষের উপকার না করে বা মানুষের পাশে না থেকে শুধুমাত্র মমতা ব্যানার্জির সমালোচনা করে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ঘৃণার চোখে দেখছে বলে মন্তব্য করেন ইদ্রিস বাবু। উলুবেড়িয়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বত’মান প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্থানীয় আমরা কজন ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট