আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সিআইডির বহু  টালবাহানার পর চাবি ফেরত পেয়ে ঘরে ঢুকলেন ভারতী ঘোষ


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
631

পশ্চিম মেদিনীপুর:- 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারতী ঘোষের সিল করে রাখা বাড়ির চাবি ফিরিয়ে দেয় সিআইডি l মঙ্গলবার চাবি খুলে বাড়িতে ঢুকেছেন ভারতী ঘোষ ও তার স্বামী l গত 15 পনেরো ফেব্রুয়ারি মেদিনীপুর জেলা আদালতের এডিশনাল সেশন জজ রাজ্য পুলিশের সিআইডি শাখার গোয়েন্দাদের নির্দেশ দেন ভারতী ঘোষের যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আটকে রাখা হয়েছে তা তাকে যেন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয় l ভারতী ঘোষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, আদালতের নির্দেশ সিআইডি দপ্তরে পৌঁছানো সত্ত্বেও এ দিন রাত পর্যন্ত বেআইনিভাবে আটকে রাখা তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হয়নি l এ প্রসঙ্গে তিনি বলেন তার ও তার স্বামীর বাড়ি দুটিও সিআইডি কর্তারা জোর করে তালা দিয়ে রেখেছেন l

যে কারণে তারা সেখানে থাকতে পারছেন না l ভারতী ঘোষ জানান, এরইমধ্যে চৌদ্দ ই মার্চ সিআইডি কর্তারা তাকে হেনস্থা করার উদ্দেশ্যে তাদের দপ্তরে জিজ্ঞাসাবাদের নাম করে তাকে নিয়ে গিয়ে আট ঘণ্টা বসিয়ে রেখে ছেড়ে দেন l এরপর সিআইডির পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয় তিনি বা তার স্বামী বা তাদের প্রতিনিধি এক জুন সিআইডি দপ্তরে গিয়ে যেন চাবি নিয়ে আসেন l সেইমতো সোমবার তাদের চাবি দিয়ে দেওয়া হয় l এই হয়রানিতে ভারতী ঘোষ আশঙ্কা করছেন যে,  সিআইডির গোয়েন্দারা রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশে তাকে ও তার স্বামীকে পুনরায় হেনস্তা করতে পারে l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট