আমফান সাইক্লোনে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গড় এর বিভিন্ন এলাকা পরিদর্শন করলো যুব কংগ্রেস


রবিবার,৩১/০৫/২০২০
1034

আমফান সাইক্লোনে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গড় এর বিভিন্ন এলাকা পরিদর্শন করলো যুব কংগ্রেস। শনিবার প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্রের নেতৃত্বে যুব কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভাঙড়ের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। আমফানের পর সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্য পৌঁছায়নি বলে অভিযোগ করেন রোহন মিত্র। তিনি বলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাহায্যের কথা বলা হচ্ছে কিন্তু আদতে সাধারণ মানুষের ঘরে সেই সাহায্য পৌছাচ্ছে না। কংগ্রেসের পক্ষ থেকে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

এ বিষয়ে জেলাশাসকের দপ্তরে তারা কথা বলবেন। রোহন মিত্র বলেন রাজ্যে আইলার পর সরকারের পরিবর্তন ঘটেছিল। আরফান এর পর সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে না আবার একটা পরিবর্তন ঘটবে। এদিন কংগ্রেসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারকে অর্থ সাহায্য করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট