সুজিত বসুর আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন সল্টলেকে


রবিবার,৩১/০৫/২০২০
854

মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসু। এবার তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় পুজোর আয়োজন করলো বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। শনিবার জয়দেব নস্করের উদ্যোগে বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডের আদিত্য স্মৃতি সংঘ ক্লাবে এই যজ্ঞের আয়োজন করা হয়। সুজিত বসু দ্রুত সুস্থ হয়ে আবার জনসেবায় নিয়োজিত হোক এই আশা নিয়েই এই যজ্ঞ বলে জানান জয়দেব নস্কর। সুজিত বসু করোনায় আক্রান্ত হওয়ায় বিধান নগর বিধানসভা এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। আশঙ্কা ছড়িয়ে পড়েছে তার অনুগামীদের মধ্যেও। বিশেষ করে যারা সব সময় সুজিত বসুর সঙ্গে থাকতেন তারাও।

বিধান নগর এলাকায় সুজিত বসু সাধারণ মানুষের কাছে কাছের মানুষ কাজের মানুষ হিসাবে পরিচিত। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। তারউপর অমফান সাইক্লোনে বিধ্বস্ত হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ঘরবাড়ি ভেঙে গিয়েছে। চরম দূর্দশার সম্মুখীন। ঠিক সেইসময় কাছের মানুষ কাজের মানুষ আক্রান্ত হয়ে ওঠায় দুশ্চিন্তা বেড়েছে বিধাননগর বাসীর মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট