জানা গেছে, বেলুড়ের একটি আবাসনের চারতলার বারান্দায় বসে গল্প করছিলেন দুই বোন । আচমকাই ভেঙে পড়ে বারান্দা । নিচে ছিটকে পড়েন দুই বোন । ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি ধুন্দ(৩২) । তার দিদি অনুরাধা শর্মা(৩৬) কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । রাতে সেখানেই মারাজান তিনি । মর্মান্তিক এই শোকের ছায়া বেলুড়ে ওই আবাসন । আবাসনের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ প্রায় পনের বছর এই আবাসনের কোনো রকম রক্ষনাবেক্ষন হয়নি।প্রাক্তন পুর পিতা রাজীব থাম্মান ঘটনাস্থলে এসে জানান,আবাসনের বিপজনক বেশ কিছু অংশ তারা ভেঙে ফেলে সারাবার কথা বললেও আবাসনের দেখভালের দায়িত্বে থাকা কেউই কর্ণপাত করেনি । দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ ।
ঘটনা হাওড়া বেলুড়ে – চার তলার ব্যালকনি ভেঙে মৃত্যু দুই বোনের
রবিবার,৩১/০৫/২০২০
736