পুরুলিয়া জেলায় নতুন করে একদিনে ছয়জন করোনা পজেটিভ


রবিবার,৩১/০৫/২০২০
902

পুরুলিয়া জেলায় নতুন করে একদিনে ছয়জন করোনা পজেটিভ , তিনটি গ্রামকে কনটেমটন জন ঘোষণা করল জেলা প্রশাসন ; এই নিয়ে জেলায় মোট আক্রান্ত সাত জন ।

এক দফাই ছয়জন আক্রান্ত চিন্তা বাড়ালো জেলা প্রশাসনের তাই আজ পুরুলিয়া দুই নাম্বার ব্লকের দক্ষিণ বহাল ۔ বগড়া ও শিউলি আক্রান্ত গ্রাম পরিদর্শনে যাই পুরুলিয়া দুই নাম্বার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরি সহ থানার ওসি ।

এলাকা বাসি দের সাথে কথা বলে আসস্থ করেন । আতঙ্ক হবেন না , সরকারি নিয়ম মেনে বাড়িতে থাকুন আমরা আপনাদের পাশে আছি । কেউ অযথা বাড়ির বাহিরে বেরোবেন না । আজ থেকে আপনাদের এই গ্রাম গুলি কনটেমটন জন ঘোষণা করা হলো ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট