ঘূর্ণিঝড় ‘আমফান’-এর জন্য কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম এবং হেল্পলাইন


বুধবার,২০/০৫/২০২০
1250

ঘূর্ণিঝড় ‘আমফান’-জনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় আগামিকাল সকাল ৮টা থেকে অন্তত টানা ৪৮ ঘন্টা( প্রয়োজনে আরও বেশি) কলকাতা পুলিশে অষ্টপ্রহর চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম।দায়িত্বে থাকবেন পদস্থ আধিকারিকরা। সমন্বয়ে থাকবেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা। তৈরি থাকছে আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে।

অনুরোধ, আতঙ্কিত হবেন না। জরুরি অবস্থায় ফোন করুন আমাদের কন্ট্রোল রুমে ( ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০)। জানাতে পারেন ১০০ ডায়াল করেও। বিশেষ হেল্পলাইন থাকছে একটি,
9432624365, যে নম্বরটিতে ফোন করা ছাড়াও হোয়াটস্যাপ করতে পারবেন।

কলকাতা পুলিশের তরফে যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলার। পাশে আছি আমরা, সমস্যায় পড়লে নির্দ্বিধায় যোগাযোগ করুন উপরের ফোন নম্বরগুলিতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট