এই ক্রাইসিসে রাজনৈতিক বিরোধিতা নয়, আমরা সরকারকে সমর্থন করতে চাই- সোমেন


মঙ্গলবার,১২/০৫/২০২০
817

এই ক্রাইসিসে রাজনৈতিক বিরোধিতা নয়, আমরা সরকারকে সমর্থন করতে চাই। কিন্তু যে অন্যায় গুলো হচ্ছে তার প্রতিবাদ করা যাবে না তা তো নয়। রাজ্যে বিরোধী দলগুলি রাজনীতি করছে সরকারপক্ষের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন সোনিয়া গান্ধী বারবার বলা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হচ্ছে না। রেশন নিয়ে লাগাতার দুর্নীতি চলছে বলে আবারও অভিযোগ করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তার কোনো প্রাপ্তি স্বীকার করা হয়নি বলে অভিযোগ করেন সোমেন মিত্র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট