বেহালা অঞ্চলের মানুষের মন জিতে নিলেন বিজিপির বেহালা ১২৩ নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক সনজু দাসগুপ্ত


সোমবার,১১/০৫/২০২০
751

সনজু দাসগুপ্ত পেশাগত ভাবে একজন প্রতিষ্ঠিত কর্পোরেট কনসালটেন্ট উনি দীর্ঘ দিন ধরে মানুষের সেবায় নিবেদিত প্রাণ একজন মানুষ। এই কর্ম প্রাণ একনিষ্ঠ দেশ ভক্ত মানুষ দীর্ঘ ৪৫ দিন ধরে এই লক ডাউন পিরিয়ড এর সময় জীবনের ঝুঁকি নিয়ে কোরোনার জন্য ত্রাণের কাজ করে যাচ্ছেন।  এক  কথাই উনাকে একজন সৈনিক বলা যেতে পারে। বেহালা ১২৩ নম্বর ওয়ার্ড এর এক ভীষণ পরিচিত মুখ হলো সনজু দাসগুপ্ত । উনি উনার সমস্ত আসে পাশের এলাকা তেও যাতে মানুষ ত্রাণ পাই সেই জন্য দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন।

আবার কেন্দ্রীয় সরকারের কেন্দ্র থেকে পাঠানো পরিবার পিছু রেশন  কার্ড হোল্ডার রা যাতে ৫ কেজি চাল এবং  এবং পরিবার পিছু ১ কেজি ডাল পাই সেইজন্য রেশন এর দোকান দার কে অবগত করছেন। বেহালা অঞ্চলের সাধারণ মানুষের একটা বড়ো অংশ হয়তো এইজন্য সনজু দাসগুপ্ত কে একটা প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যান কারণ ভালো কাজ কে সমাজের সবাই সমর্থন করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট