লকডাউন কেটে যাওয়ার এক মাসের মধ্যে পরীক্ষা বিষয়ক ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়গুলি


শনিবার,০৯/০৫/২০২০
651

শনিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য দের সঙ্গে এবং শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। লকডাউন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। রাজ্য শিক্ষা ব্যবস্থাকে এই পরিস্থিতির মধ্য থেকে কিভাবে উত্তরণ ঘটানো হবে তা নিয়ে বিভিন্ন পর্যালোচনা হয়। বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়গুলি এবং কলেজগুলোর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে অনলাইন বা অফলাইনে যোগাযোগ রাখা হচ্ছে। পরীক্ষার বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।

ইউজিসির গাইড লাইন মেনে তাদের পদক্ষেপ এগিয়েছে। লকডাউন কেটে যাওয়ার পর এক মাসের মধ্যে পরীক্ষা বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। লকডাউন এর মধ্যেই শিক্ষাঙ্গনগুলোতে সমস্ত কার্যক্রম অনলাইনের মাধ্যমে গুটিয়ে রাখা হবে। পরিকল্পনা গ্রহণ করা ইতিমধ্যেই চলছে। লকডাউন কেটে যাওয়ার পর সমস্ত হোস্টেল রং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্যানিটাইজ করা হবে বলে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট