তৃণমূলের উদ্যোগে শিমুরালিতে দরিদ্র মানুষকে দেওয়া হল খাদ্য সামগ্রী


শুক্রবার,০৮/০৫/২০২০
736

লকডাউনের জেরে কাজ হারানো মানুষের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। শুক্রবার শিমুরালি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থ দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল আলু তেল নুন সহ অন্যান্য সামগ্রী। স্থানীয় তৃণমূল নেতা তথা শিমুরালি গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক দাস বলেন, করোনা ভাইরাসের কারনে লকডাউনের পরিপ্রেক্ষিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। সেইসব মানুষের হাতে সাধ্যমত সাহায্য তুলে দিয়েছেন তারা। করোনা আবহে শিমুরালি এলাকার পরিস্থিতি ভালো বলেই জানিয়েছেন অশোকবাবু। ছোটখাটো উপসর্গ যে ক্ষেত্রে দেখা গিয়েছে তাদেরকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।

শুক্রবার শিমুরালি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী তুলে দেন দলীয় নেতৃত্ব। সোশ্যাল ডিস্টেন্সিয় বজায় রেখে সাধারণ মানুষের হাতে তারা তুলে দেন খাদ্যসামগ্রী। এই অতিমারির সময়ে ত্রাণ পেয়ে খুশি এলাকাবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট