অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত এক শিশু-সহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১০০-র বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আক্রান্ত হাজার প্রায়।সেখানকার বাসিন্দারা জানিয়েছে, বিষাক্ত গ্যাস লিক করার পরেই চোখ জ্বালার সঙ্গে শ্বাসকষ্ট অনুভব করেছেন তাঁরা। তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে জনগণকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হলেও পরে তাদের সুরক্ষার জন্য এলাকা ছেড়ে যেতে বলা হয়।তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় অনেককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত অনেক গবাদি পশু ও।
অসুস্থ ৫০০০ এর বেশি ছাড়িয়েছে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনায় নুতন মোড়
বৃহস্পতিবার,০৭/০৫/২০২০
457