রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম “সেদিন দুজনে”


বুধবার,০৬/০৫/২০২০
2714

বিশিষ্ট সমাজকল্যাণকর্মী ও উদ্যোক্তা রাজশেখর বণিক সম্প্রতি একটি মিউজিক ভিডিও অ্যালবাম করেছেন – “সেদিন দুজনে”। এই রবীন্দ্রসংগীত অ্যালবামটি উপস্থাপন করেছে ‘হ্যালো কলকাতা’ এবং ‘যুবরাজ ফিল্মস’। প্রতিভাধর সংগীতশিল্পী পূজা বণিক ও রাহুলের গানের উপর ভিত্তি করে রোমান্টিক ভিজ্যুয়ালাইজেশনটি করেছেরাজশেখর বণিক এবং দেবোলিনা।

লকডাউন শেষ হওয়ার সাথে সাথেই অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। এদিকে, রাশেখর বণিক এই লকডাউন সময়কালে বাড়িতে থাকতে এবং সুরক্ষিত রাখার এবং গান এবং নৃত্যের মতো সৃজনশীল অভ্যাস করার পরামর্শ দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট