বামেদের বিক্ষোভ প্রদর্শন, দাবি সর্বদলীয় সভার


বৃহস্পতিবার,৩০/০৪/২০২০
756

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বামফ্রন্টের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে হো চি মিনের মূর্তির কাছে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। বিমান বসুর নেতৃত্বে এ দিনের কর্মসূচিতে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বামফ্রন্টের শরিক দলের নেতারা অংশগ্রহণ করেন। বামফ্রন্ট নেতৃবৃন্দ এ দিনের কর্মসূচি থেকে দাবি জানায় অবিলম্বে ব্লক ও জেলাস্তরে সর্বদলীয় সভা করতে হবে। মহম্মদ সেলিম অভিযোগ করে বলেন, রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা লকডাউন এর ফলে কাজ হারিয়ে না খেতে পেয়ে মারা যাবার জোগাড়।

করোনা চিকিৎসার ক্ষেত্রে রাজ্য সরকার হাত গুটিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এক মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে। সাধারণ মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করলেও রাজ্য কিংবা কেন্দ্র কোন সরকারই কথা রাখেনি বলে এদিনের কর্মসূচি থেকে কামান দাগেন বামফ্রন্টের নেতারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট