কবিতা : ওরা বড়ো অসহায়


বৃহস্পতিবার,৩০/০৪/২০২০
2989

ওরা বড়ো অসহায়
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

ওরা কর্মে অন্ন যুগিয়েছে
যুগ যুগ ধরে।
ওরা আজ বড়ো অসহায়
লক ডাউনে।
শাসক আজ বধির
বন্ধ চোখ আবরণে ।
নিরাশ শ্রমিক
চলেছে ক্ষুধার্ত যন্ত্রনায়
হাজার হাজার মাইল পথ।
আশার আলোয় দ্বীপ দ্বীপ জ্বলে প্রদীপ
হইতো নিভে যেতে পারে।
যমদূত সন্নিকটে।
পথে মধ্যে ঈগলের মত
ছিনিয়েছে কত প্রাণ।
উভয়সঙ্কটে আজ শ্রমিক ।
কোথাও শোনা যায়
বুক ফাঁটা আর্তনাদ।
কোথাও অশ্রুবিগলিত শিশুর মুখে
ঈশ্বরকে বলে দেবো
সবকিছু।
হইতো বা বিচারের আশায়।
ওরা যে আজ বড়ো
অসহায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট