ভ‍্যান চালিয়ে গ্রামবাসীদের বাড়ি ত্রাণ পৌছে দিলেন পঞ্চায়েত সদস্যরা


সোমবার,২৭/০৪/২০২০
743

ভিন রাজ্য থেকে আসা 10 জন যুবককে কোয়ারেন্টিন রাখল । স্বাস্থ্য পরীক্ষা, খাবারের ব্যবস্থা করলো গ্রামের মানুষ ও পরিযয়ী শ্রমিক কে। লকডাউন। দারিদ্রসীমার নীচে থাকা মানুষের দৈনন্দিন ভাঁড়ারে পড়েছে টান, ফলে সেইসব মানুষের জীবন নির্বাহ করা হয়ে উঠেছে দুষ্কর। দেশ তথা রাজ‍্যের গণবন্টন ব‍্যবস্থার মাধ‍্যমে যখন বিভিন্ন প্রকল্পের আওতায় এসে উপকৃত হচ্ছেন, তখন জনপ্রতিনিধিরাও ব‍্যাক্তিগতভাবেও মানুষকে ত্রাণ বিতরণ করেছেন। তবে গতানুগতিকতার গন্ডি পেরিয়ে এই ত্রাণ দেওয়ার ব‍্যাপারে একটু আলাদা পন্থা অবলম্বন করলেন বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের সদস‍্য গৌতম সরকার। এদিন সকালে রাহারআঁটি গ্রামে ভ‍্যানে করে লোকের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন।

তার ফলে যেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিচ্ছেন, সেই বার্তাকে যথাযথ গুরুত্ব দিলেন জনগণ নির্বাচিত এই পঞ্চায়েত প্রতিনিধি। এই পদ্ধতিতে ত্রাণ বিতরণের ফলে মানুষের প্রয়োজনের তাগিদে যে হুড়োহুড়ি, তা থেকে বিরত থাকল জনগণ। যার ফলে রোগবিস্তারের ভয় থাকল না মানুষের মনে। এইভাবে গৃহবন্দি অবস্থায় গৃহে থেকে ত্রাণসামগ্রী প্রাপ্তিকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র গ্রামবাসী। এই ধরনের পন্থা সমগ্ৰ রাজ‍্য তথা দেশে এক নিদর্শন হয়ে থাকল।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট