করোনা যুদ্ধে মমতার লড়াই পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে: জ্যোতিপ্রিয় মল্লিক


রবিবার,২৬/০৪/২০২০
2138

করোনাকে প্রতিহত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন তা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের কাছে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, সহযোগিতা করুন। এই আবেদন রাখলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কাজ করছেন। যা দৃষ্টান্তস্বরূপ। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মানুষকে সচেতন করছেন সেই কথা আমাদের সকলেরই মানা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন-তখন অসুস্থ হয়ে পড়তে পারেন কিন্তু তিনি চান সাধারণ মানুষকে এই বিপদ থেকে রক্ষা পান। নিজের জীবনকে পরোয়া না করে তাই প্রতিদিন রাস্তায় নেমে তিনি করোনা যুদ্ধের সৈনিক হয়েছেন। হাবরা বিধানসভা কেন্দ্রের জনগণের প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী বলেন কেউ রাস্তায় বেরোবেন না। খুব প্রয়োজনে বেরোলে মুখে মাস্ক পড়বেন। প্রয়োজন মিটিয়েই বাড়িতে পৌঁছে যান। আর চেষ্টা করুন সপ্তাহে একদিন বাইরের সমস্ত কাজ মেটানোর। পরামর্শ। স্থানীয় বিধায়কের।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আমাদের ছুটির কোনো দিন নেই। আমাদের কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটুকু সাহায্য করতে পারি তাতে আমাদের আনন্দ। উল্লেখ্য, রবিবারেও অফিসের কাজ সামলান এই মন্ত্রী। আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট