আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি


বুধবার,২২/০৪/২০২০
905

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি :

র‍্যাপিড টেস্ট কিট, বিজিআই, আরটিপিসিআর কিট-সবকিছুই ফেরত নিয়েছে কেন্দ্র। অ্যান্টিজেন কিটস বাংলায় পাওয়া যায় না। আমরা টেস্ট করিনি বলে মিথ্যে বলছিল, উত্তর কে দেব ? স্যাম্পেল পরীক্ষার জন্য একটি মিডিয়া লাগে তার সরবরাহ অত্যন্ত কম ; আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় দাঁড়িয়ে ।
কেন্দ্রের কী পরিকল্পনা তা বোঝা যাচ্ছে না । আক্রান্ত প্রতি ২ সোয়াব কিট লাগে। দরকার ১৪,০০০ এর বেশি কিট কিন্তু কেন্দ্র দিয়েছে ২,৫০০ কিট । স্বাস্থ্য দফতর আগে থেকে কিছু অর্ডার দিয়ে করিয়েছে । আরও অর্ডার দেওয়া হয়েছে, কবে পাব জানি না আমরা ৪লক্ষ ১৯ হাজার পিপিই বিতরণ করেছি কিন্তু কেন্দ্র দিয়েছে ৭,০০০ কিট সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা হচ্ছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট