সোশ্যাল ডিস্টেন্স মেনেই বিয়ে সম্পন্ন হল – মুখে মাস্ক পরে মালা বদল থেকে সিঁদুর দান


শুক্রবার,১৭/০৪/২০২০
1026

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত দক্ষিণ তালবাগিচা এলাকার ৩৫ নং ওয়ার্ড এ সোশ্যাল ডিস্টেন্স মেনেই বিয়ে সম্পন্ন হল।জানা যায় দক্ষিণ তালবাগিচার ছেলে সৌরভ কর্মকার এর সাথে সাথী পাতর এর বিয়ে হয়।মেয়ে বাড়ি ঝাড়গ্রাম।লকডাউন এর মুহূর্তে যথাযত দূরত্ব বজায় রেখে নব দম্পতি মুখে মাস্ক পড়ে সারলেন বিয়ে।সমাজে সচেতনতার বার্তা দিলেন এই নব দম্পতি। মুখে মাস্ক পড়ে মালা বদল থেকে সিঁদুর দান সবকিছু সুন্দর ভাবে সুসম্পন্ন হয়।

এর পাশাপাশি অসহায় দুস্থ মানুষদের কথা ভেবে তারা অর্থ তুলে দেন বঙ্গ যুব শক্তির প্রেসিডেন্ট অসিত পাল এর হাতে।শুধু তাই নয় বঙ্গ যুব শক্তি ৫০০ জন অসহায় মানুষদের প্রতিদিন খাবার তুলে হচ্ছে।সেই দু দিনের খাবার এর দায়িত্ব নিলেন এই নব দম্পতি।এদিন উপস্থিত ছিলেন এই ওয়ার্ড এর কাউন্সিলর জহর লাল পাল এবং পুলিশ প্রশাসন আধিকারিকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট