করোনা যুদ্ধে সৈনিকের ভূমিকায় শর্মিষ্ঠা-সৌমিত্র


বৃহস্পতিবার,১৬/০৪/২০২০
750

রাজ্য সরকারের পক্ষ থেকে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাজারে প্রয়োজন মত মাস্কের অভাব। আবার পাওয়া গেলেও তা অনেক ক্ষেত্রে বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে। সাধারণ মানুষের সুরাহা দিতে এগিয়ে এলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নামে কৃষ্ণনগর শহরের এক গৃহবধূ। ঘরোয়া জিনিস দিয়ে মাস্ক বানানো যেমন শেখাচ্ছেন তেমনি নিজে পৌঁছে যাচ্ছেন সাধারণের দরবারে। করোনাকে প্রতিহত করতে মাস্ক পড়তেই হবে এই বার্তাও দিচ্ছেন তিনি।
করোনা ভাইরাসের মত অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে চাকদহের যুবক সৌমিত্র ভট্টাচার্যও।

এই যুদ্ধে জিততেই হবে, পরতে হবে মাস্ক, চলবে না গ্যাদারিং। বৃহস্পতিবার এই আবেদন রাখলেন গান্ধীগিড়ির মাধ্যমে। যারা মাস্ক না পড়ে রাস্তায় বেরিয়েছেন তাদের হাতে তুলে দিলেন গোলাপ এবং লজেন্স।

দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী – বারবার আবেদন রাখছেন লকডাউনকে মান্যতা দেওয়ার। তারপরও একশ্রেণীর মানুষ সেই আবেদনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। বালাই নেই সোশ্যাল ডিসটেন্সিংয়ের। তার মধ্যেও করোনা যুদ্ধে সৈনিকের মতো সামিল শর্মিষ্ঠা, সৌমিত্রর মতন মানুষেরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট