বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলুন, মুখ্যমন্ত্রীকে পরামর্শ সুজন চক্রবর্তী


বৃহস্পতিবার,১৬/০৪/২০২০
989

রাজ্যের পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে। গ্রামের মানুষের কাছে খাদ্যের অভাব। প্রচুর মানুষ খিদের জ্বালায় যন্ত্রণা করছে, সহ্য করতে পারছেন না। করোনা আক্রান্ত হওয়া যেমন বিপদ, অন্যান্য অসুখে যারা অসুস্থ হচ্ছেন তারাও চিকিৎসা পাচ্ছেন না। বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই অস্ত্রে শান দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, তথ্য গোপন করছে সরকার। কোভিড১৯-এ আক্রান্ত হলেও তা বলা হচ্ছ না। সর্বদলীয় বৈঠকে যা যা বলা হয়েছিল তার কোনটাই মানছে না সরকার। কাজের মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছেন বলে অভিযোগ তাঁর।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পরামর্শ দিয়ে সুজন চক্রবর্তী বলেন, কোন দলের নেত্রী হিসাবে নয়, আপনি মুখ্যমন্ত্রী ভূমিকা পালন করুন। তথ্য গোপন না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলুন। তাহলেই বাংলার মানুষ সরকারের সব নির্দেশ মেনে নেবেন। লকডাউন ভাঙ্গার প্রবণতা শুরু হয়েছে। এক কঠিন পরিস্থিতির মধ্যে চলেছি আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে চলেছি আমরা। রাজ্য এগিয়ে আসতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের খাদ্য পৌঁছে দিতে হবে। বললেন সুজন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট