নববর্ষে কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে চাকদহে ক্যাডবেরি-লাড্ডু বিতরণ


বুধবার,১৫/০৪/২০২০
621

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: এই প্রথম বাংলা নববর্ষে মনমরা বাঙালি। নেই কোন উৎসবের মেজাজ। লকডাউনের জেরে স্বাভাবিক জীবনযাত্রা এখন শিকলবন্দি। বন্ধ দোকান বাজার। নেই হালখাতার হাঁকডাক। এমনকি কচিকাঁচাদের জন্যও জোটেনি একটা নতুন পোশাক। গোটা রাজ্য, গোটা দেশের ছবিটা প্রায় একই। রাজ্যের বিভিন্ন প্রান্তে পহেলা বৈশাখে চলল সচেতনতা। আর এই সচেতনতার মধ্য দিয়ে কিছুটা মনে করিয়ে দেওয়া হলো বাংলা নববর্ষকে। যেমন নদীয়ার চাকদহে করোনা ভলেন্টিয়ার্স এর সদস্য সৌমিত্র ভট্টাচার্য বাংলা নববর্ষে কচিকাঁচাদের মুখে একটু হাসি ফোটাতে তাদের হাতে তুলে দিল ক্যাডবেরি, লাড্ডু, বিস্কুট। সেইসঙ্গে তুলে দেওয়া হলো মাস্ক। খুচরা ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন নববর্ষের ক্যালেন্ডার এবং মাস্ক।

এমন নববর্ষ যেন আর কোনদিন ফিরে না আসে। করোনার করাল গ্রাসের কালো মেঘ সরে গিয়ে ফিরে আসুক নতুন নববর্ষের সকাল। আজ যেন প্রতিটা বাঙ্গালীর এমনটাই আর্তি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট