কবিতা- “বৈশাখ”


মঙ্গলবার,১৪/০৪/২০২০
2614

বৈশাখ

জলাঞ্জলী দিয়ে দেবো,
যত ক্লেশ, কান্তি!
তোমায় বরণ, করলে পাব,
অঝোর ধারা শান্তি।
ঘুচিয়ে দেব, সব পুরোনো,
দুঃখ ছিল যত!
বৈশাখ তুমি নিয়ে এস,
সুখ যে কত শত!
চৈত্র মাসের খরার সাথে,
হিংসা সকল পুড়ুক।
নতুন বছর, নতুন জীবন,
ডানা মেলে উড়ুক।
আলগা হওয়া, বাঁধন গুলো,
অটুট হয়ে যাক!
এসো, তুমি! এসো এসো,
প্রানের ও বৈশাখ।
কাল-বোশেখী উড়িয়ে নিক,
রুক্ষতা আর রুগ্নতা!
ভাসিয়ে দিক যত সব,
জরা আর জীর্ণতা।
দুরন্ত তুমি, দুর্বার তুমি,
তুমিই নবীনা।
বৈশাখ তুমি নিয়ে এসো,
অনন্ত যৌবনা।
সারাটি বছর, সবাই থাকে
তোমারই প্রতীক্ষায়!
বর্ষবরণ উৎসব হবে,
মাতবে সবে তায়।
এসো তুমি ফিরে এসো
এসো হে বৈশাখ!
বাঙালি জাতির প্রানের ছোঁয়া
পহেলা বৈশাখ!

সাবরিনা খান
(বাংলাদেশ)

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট