কবিতা- আহ্বান


রবিবার,১২/০৪/২০২০
2846

আহ্বান
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল
শোনো হে পথিক-
ধর্ম,ভাষা,জাতি নয়
তোমার পরিচয়।
তুমি নয় কি পৃথিবীর শ্রেষ্ঠ জীব ?
আকাশের দিকে চেয়ে দেখো একবার
মাথার উপর একটি মাত্র ছাদ।
জাতি ধর্মে কি ভিন্ন ?
দেখো একই সূর্য ,চন্দ্রের আলোর নীচে
করি বসবাস।
চলো ভাতৃত্বের হাত বাড়িয়ে
বাসযোগ্য করি ধরনিকে
করোনার প্রকোপ হতে।
তবে মনে গেঁথে রেখো যেন
দিনের শেষে ফিরবো যে মোরা
একই তরীতে।

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট